গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
০১ নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ
ধর্মপাশা, সুনামগঞ্জ।
ভারতের সীমান্তবর্তী, মেঘালয় পাহাড়ের পাদদেশে বৃহত্তর টাংগুয়ার হাওর তীরের উত্তর পশ্চিম পাশে অবস্থিত সুনামগঞ্জ জেলার, ধর্মপাশা উপজেলার, মধ্যনগর থানার, অসংখ্য খাল,বিলের মৎস্য ও ধানে ভরপুর, একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, ঐতিহ্যবাহী অনুষ্টান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।
এক নজরে ইউনিয়ন:
বৃহত্তর টাংগুয়ার হাওর তীরের উত্তর পশ্চিম পাশে অবস্থিত সুনামগঞ্জ জেলার, ধর্মপাশা উপজেলার, মধ্যনগর থানার, অসংখ্য খাল, বিলের মৎস্য ও ধানে ভরপুর, একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, ঐতিহ্যবাহী অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকৃীয়তায় আজও সমুজ্জ্বল।
ভৌগলিক অবস্থান : বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ ধর্মপাশা উপজেলা থেকে ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। অত্র ইউনিয়নের পূর্বে তাহিরপুর,পশ্চিম দিকে কলমাকান্দা উপজেলা, উত্তরে ভারত ও দক্ষিণে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস ও ঐতিহ্য : ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের ১১ নং সাব সেক্টর টি অত্র ইউনিয়নের মহিষখলা বাজারের উত্তর দিকে অবস্থিত। তারই স্মৃতি রক্ষার্থে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি স্মৃতি সৌধ নির্মাণ করা হয়। যা কালের স্বাক্ষী হিসেবে যুগ যুগ ধরে অমলিন স্মৃতি বহন করে যাবে।
অত্র ইউনিয়নে মূলত: হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর বসবাস। সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান। হিন্দু,মুসলিম ও গারো উপজাতী সম্প্রদায়ের লোক একত্রে বসবাস করলেও তাদের মাঝে শান্তি পূর্ণ সহবস্থান বিরাজমান। হাওড়, নদী বেষ্টিত এ ইউনিয়নের মানুষের প্রধান পেশা কৃষি। একটি মাত্র ফসলের উপর নির্ভরশীল এ অঞ্চলের মানুষ। অনেক বছর আগাম বন্যায় ফসল বাসিয়ে নিয়ে যায়।
১) নাম- ০১ নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন।
২) আয়তন - ৭৫ বর্গ কিলোমিটার ।
৩) মৌজার সংখ্যা – ১০ টি ।
সীমানা- বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ ধর্মপাশা উপজেলা থেকে ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। অত্র ইউনিয়নের পূর্বে তাহিরপুর,পশ্চিম দিকে কলমাকান্দা উপজেলা, উত্তরে ভারত ও দক্ষিণে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
৪) লোকসংখ্যা – ৩৪৩০৪ জন (প্রায়)।
(উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে)
(ক) পুরুষ- ১৭৩১৫
(খ) মহিলা- ১৬৯৯২
৫) পরিবার সংখ্যা – ৪৮৫০ টি।
৬) গ্রামের সংখ্যা – ৩৩ টি।
৭) মোট জমির পরিমান – ৬০০০ একর।
(ক) ২৫ বিঘার উর্ধ্বে মোট জোত সংখ্যা – ।
(খ) ২৫ বিঘার উর্ধ্বে মোট জোত সংখ্যা – ।
৮) আবাদী কৃষি জমির পরিমান – ৫৩৩৬ একর,
৯) খাস জমির পরিমান -৭৯ একর ।
১০) জলমহাল - ০৩ টি।
১১) হাটবাজার ।
(ক) বড় – ০১টি।
(খ) ছোট – ০৩টি।
১২) প্রধান নদ নদী – ৩ টি।
১৩) হাওর – ৩টি।
১৪) খাল – ৫টি ।
১৫) খেলার মাঠ – ১ টি।
১৬) নলকুপ –২৫৩৭ টি।
১৭) অটো রাইছ মিল – নাই
১৮) করাত মিল – ১টি ।
১৯) সরকারী পুকুর – ২ টি
২০) খেয়াঘাট – ৩টি।
২১) খোয়ার –০৩ টি।
২২) ঔষধের দোকান –৫২ টি।
২৩) ব্যাংক – ০১টি (গ্রামীণ ব্যাংক)
২৪) প্রধান রাস্তা - ০১টি।
২৫) ডাকঘর – ০২ টি ।
২৬) শিক্ষার হার – ২৬.৮% ।
২৭) শিক্ষাপ্রতিষ্টান সমুহ।
(ক) সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৬ টি,
(খ) নব সরকারী প্রাঃ বিদ্যালয় - ০৫ টি।
(গ) বে-সরকারী প্রাঃ বিদ্যালয় (ব্র্যাক) – ০৮ টি
(ঘ) উচ্চ বিদ্যালয় -০১টি।
(ঙ) কলেজ - নাই
(চ) জুনিয়র উচ্চ বিদ্যালয় -০১টি
(ছ) নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় - নাই
(জ) কমিউনিটি ক্লিনিক - 0৩টি
২৮)ধর্মীয় প্রতিষ্টানসমুহ।
(ক) মাদ্রাসা দাখিল ০১টি, কওমী- 0২ টি
(খ) মসজিদ - ২৮ টি
(গ) মক্তব - ১৬ টি
(ঘ) মন্দির - ০৫টি
(ঙ) ঈদগাহ – ১১ টি
(চ) কবর স্থান -৮ টি
(ছ) শ্বশান -০৮ টি
২৯) খেলার মাঠ -১ টি
৩০) সরকারী প্রতিষ্টান – টি।
৩১) সামাজিক প্রতিস্টান সমুহ :-
(ক)ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন – ০২ ।
(খ) পেশাজীবি সংগঠন – ৩ টি।
৩২) এন জি ও অর্থিক প্রতিষ্টান ০৪ টি।
৩৩) সুবিধাভোগীদের সংখ্যা।
(ক) ভি জি ডি র্কাডধারী সংখ্যা –১৭৫০ টি।
(খ) বয়স্ক ভাতাভোগীর সংখ্যা – ৭৫ টি ।
(গ) বিধবা ভাতাভোগীর সংখ্যা – ১০৮ টি।
(ঘ) প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা –৩৭ ।
(ঙ) মুক্তিযোদ্ধ্যা ভাতাভোগীর সংখ্যা – ১১ ।
(চ) মাতৃ কালীন ভাতাভোগীর সংখ্যা – ৫৬।
(ছ) ভিজি এফ ভাতাভোগীর সংখ্যা – ১৫০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস