বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের হাঠ বাজার সমূহঃ-
বড় বাজার ০১ টি যথা-মহিষখলা বাজার। প্রতি সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও শুক্রবার মহিষখলা বাজারে হাট বসে। অত্র ইউনিয়নের কেন্দ্র বিন্দুতে বাজারটি অবস্থিত বিধায় এলাকার লোকজন সহজেই বাজারে আসতে পারে। উক্ত বাজারের সাথে প্রতিটি গ্রামের যাতায়ত ব্যবস্থা সহজ বিধায় এলাকায় উৎপাদিত শাক-সবজি, ধান, পাট, গরু-ছাগল,হাঁস-মুরগী, কৃষিজাত পন্য কৃষকরা নিয়মিত বিক্রী করতে পারে। মহিষখলা বাজারটি অত্র এলাকার সর্ববৃহৎ বানিজ্য কেন্দ্র। হাট বারগুলোতে উক্ত বাজারে হাজার হাজার মানুষের আগমন ঘটে।
এছাড়াও ইউনিয়নে ছোট দুইটি বাজার রয়েছে যেগুলো ১টি ইউনিয়নের পূর্ব সীমানায় ও অপরটি ইউনিয়নের পূর্ব সীমানার শেষ প্রান্তে অবস্থিত -
০১।ভোলাগঞ্জ বাজার(হাটবার-রবিরার ও বৃহস্পতি বার)
০২। বাঙ্গালভিটা বাজার (হাটবার-শনিবার ও বুধবার)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস